বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শনে সুপ্রিম কোর্টের বিচারকরা 

দিনাজপুর প্রতিনিধি

ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শনে সুপ্রিম কোর্টের বিচারকরা 

দিনাজপুরের ঐতিহাসিক এবং হিন্দু সমপ্রদায়ের তীর্থভূমি শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনে আসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি জেবিএম হাসান, বিচারপতি মো. রুহুল কুদ্দুস, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ। 

শনিবার (৩০ মার্চ) তাকে দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুর-ই-আলম ও দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের পক্ষে এজেন্ট রনজিৎ কুমার সিংহ।

বিচারপতিরা ঐতিহাসিক কান্তজিউ মন্দিরের গায়ে টেরাকোটা খচিত মহাভারত, রামায়নসহ হিন্দু ধর্মের অনেক ধর্মীয় চিত্র দেখে মুগ্ধ হন। মন্দিরের অনেক অজানা তথ্য তুলে প্রশ্ন করলে দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ হিন্দু ধর্মীয় ইতিহাসের আলোকে তার বর্ণনা দেন। 

এসময় বীরগঞ্জ উপজেলার এসিল্যান্ড রাজ কুমার, দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের সদস্য ভবানী শংকর আগাওয়ালা, ডা. বিকে বোস, গোপেশ রায়, বিমল কুমার দাস, সঞ্জয় মিত্র, অ্যাড. সরোজ গোপাল রায় উপস্থিত ছিলেন।

টিএইচ